নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ এর সদস্যরা।
শুক্রবার বিকালে উপজেলার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা সদরের কাপ্তান বাজার গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন বাপ্পি (২৫) ও চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ গ্রামের আকতার হোসেনের ছেলে মানিক (১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো দেখুন:You cannot copy content of this page