কুমিল্লায় বাস চেকারকে পিটিয়ে হত্যা

নেকবর হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে এক চেকারকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করছেন।

এছাড়া এ ঘটনায় অপরাধীকে গ্রেফতার ও বিচার দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহণ বাস মালিক শ্রমিকরা।

জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বুড়িচ উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিকরা চেকার মোঃ বোরহান উদ্দিন ভূইয়া’কে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায় বোরহান উদ্দিন।

দুদিন পর ১২ নভেম্বর বোরহার উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যায়। ওই দিন সকাল সাড়ে ১০ টায় রায়হানের মৃত্যু হয়।
ওই দিন রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন যানা যাবে।

মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন জানান, আসামীরা পলাতক রয়েছে, গ্রেফতারের চেষ্টা চলছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page