
প্রেস বিজ্ঞপ্তি:
মুজিব বর্ষে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাধা দেয়া এবং উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ভয় ভীতি দেখিয়ে অনুষ্ঠান শুরুর প্রক্কালে মঞ্চে টানানো ব্যানার ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।
এমন সন্ত্রাসী কর্মকান্ডে উপস্থিত অতিথি, শিক্ষক শিক্ষার্থীবৃন্দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। অনুষ্ঠানের ব্যানার ছিনিয়ে নিয়ে যাওয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্ককার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাধাগ্রস্ত হয়।
মুজিববর্ষ এর লগো সম্বলিত মহান বিজয় দিবসের ব্যানার পদদলিত করে অনুষ্ঠান বন্ধ করে দেয়ার মত জঘন্য অপরাধ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সাতমোড়া ইউনিয়নের শান্তিপ্রিয় জনগন।
মহান বিজয় দিবস উদযাপনের ব্যানার ছিনিয়ে নেয়ার বিষয়টি তাৎক্ষনিকভাবে নবীনগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে টেলিফোনে জানিয়েছেন সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ।