০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

“অপপ্রচারে বিভ্রান্ত নয়, তারেক রহমান আছেন কোটি মানুষের হৃদয়ে” -ড. খন্দকার মারুফ হোসেন

  • তারিখ : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 65

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, তারেক রহমান এই দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, “সময়ে সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী তারেক রহমানকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমানের শক্তিশালী কণ্ঠ বিশ্বব্যাপী প্রকম্পিত হচ্ছে, তখনই দেখা যাচ্ছে—কিছু চিহ্নিত গোষ্ঠী সেই সরকারের তাবেদারিতে নিজেদের ব্যস্ত রেখেছে। এমনকি একটি দল পরবর্তীতে ফ্যাসিস্টদের ক্ষমা করার ঘোষণাও দিয়েছে।”

ড. মারুফ আরও লিখেন, “বিশেষ করে তারেক রহমানের প্রধান উপদেষ্টার সঙ্গে সফল বৈঠকের পর একটি মহল দিশেহারা হয়ে পড়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণায় নিজেদের জড়িয়ে ফেলেছে।”

তিনি মন্তব্য করেন, “তারেক রহমান কৃত্রিম আলো নন—তিনি এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ কোটি মানুষের আত্মবিশ্বাস ও প্রেরণার প্রতীক। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে। হারিকেন নিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।”

এই বক্তব্য পোস্ট দেওয়ার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি সমর্থকদের মাঝে আলোড়ন তোলে।

error: Content is protected !!

“অপপ্রচারে বিভ্রান্ত নয়, তারেক রহমান আছেন কোটি মানুষের হৃদয়ে” -ড. খন্দকার মারুফ হোসেন

তারিখ : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, তারেক রহমান এই দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, “সময়ে সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী তারেক রহমানকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমানের শক্তিশালী কণ্ঠ বিশ্বব্যাপী প্রকম্পিত হচ্ছে, তখনই দেখা যাচ্ছে—কিছু চিহ্নিত গোষ্ঠী সেই সরকারের তাবেদারিতে নিজেদের ব্যস্ত রেখেছে। এমনকি একটি দল পরবর্তীতে ফ্যাসিস্টদের ক্ষমা করার ঘোষণাও দিয়েছে।”

ড. মারুফ আরও লিখেন, “বিশেষ করে তারেক রহমানের প্রধান উপদেষ্টার সঙ্গে সফল বৈঠকের পর একটি মহল দিশেহারা হয়ে পড়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণায় নিজেদের জড়িয়ে ফেলেছে।”

তিনি মন্তব্য করেন, “তারেক রহমান কৃত্রিম আলো নন—তিনি এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ কোটি মানুষের আত্মবিশ্বাস ও প্রেরণার প্রতীক। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে। হারিকেন নিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।”

এই বক্তব্য পোস্ট দেওয়ার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি সমর্থকদের মাঝে আলোড়ন তোলে।