০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 1240

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পদুয়ার বাজার ইউটার্ন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহতদের মধ্যে আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় হানিফ পরিবহনের চালক ও সিমেন্টবাহী লরির অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

দুর্ঘটনার পর শনিবার দুপুরে সেনা কর্মকর্তা, পুলিশ ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে পদুয়ার বাজার ইউটার্নটি বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে মহাসড়কের সব যানবাহন সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় থাকা ইউটার্ন ব্যবহার করবে।

সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, ইউটার্নটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বিত সভায় নেওয়া হবে।

স্থানীয়রা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরেই ইউটার্নের কারণে দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকেন যাত্রীরা।

error: Content is protected !!

অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা

তারিখ : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পদুয়ার বাজার ইউটার্ন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহতদের মধ্যে আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় হানিফ পরিবহনের চালক ও সিমেন্টবাহী লরির অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

দুর্ঘটনার পর শনিবার দুপুরে সেনা কর্মকর্তা, পুলিশ ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে পদুয়ার বাজার ইউটার্নটি বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে মহাসড়কের সব যানবাহন সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় থাকা ইউটার্ন ব্যবহার করবে।

সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, ইউটার্নটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বিত সভায় নেওয়া হবে।

স্থানীয়রা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরেই ইউটার্নের কারণে দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকেন যাত্রীরা।