আদর্শ সদর উপজেলায় “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” এর আহ্বায়ক কমিটি গঠন

আলমগীর কবির।।
শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে নিবেদিত তরুণদের সংগঠন “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” এর আদর্শ-সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জি. এম. হেলাল এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. রাজিবুল ইসলাম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদর্শ-সদর উপজেলায় তারা সমাজসেবা, শিক্ষা প্রসার ও মানবিক সহায়তার মাধ্যমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

আহ্বায়ক জি. এম. হেলাল বলেন, “আমরা আদর্শ-সদর উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।”

সদস্য সচিব মো. রাজিবুল ইসলাম বলেন, “কমিটি গঠনের পরপরই আমরা একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করব এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ শুরু করব।”

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,যুগ্ম আহ্বায়ক মো. জালাল হোসাইন,মো. আল-আমিন, মো. মহিউদ্দিন ফরহাদ,জোবায়ের আহমেদ হ্রদয়,ইসমাইল হোসেন শুভ,নূর মোহাম্মদ জীবন,শামসুল আরেফিন জিসান,মো. আফ্রিদি। সদস্য-মো. রাকিবুল ইসলাম, আনোয়ার রেজা সাকি,রুহুল আমিন হাসান রাব্বি,আহফাজুল কবির নেজামি,এনামুল হক জিসান,মো. কাইয়ুম হোসেন,মো. মাহফুজুর রহমান।

সংগঠনের জেলা আহ্বায়ক পিয়ারে মাহবুব এবং জেলা সদস্য সচিব সাজ্জাদ খানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” জেলার বিভিন্ন স্থানে সমাজসেবামূলক কাজের মাধ্যমে ইতিমধ্যেই তরুণদের মধ্যে একটি পরিচিত ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page