কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। গত ২৪ ফ্রেব্রুয়ারি ৪৬ টি আসন ফাঁকা রেখে এই ভর্তি কার্যক্রম শেষ হয়।
ভর্তি কার্যক্রম শেষ হবার বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, ২৪ ফ্রেব্রুয়ারি ভর্তি কার্যক্রম বন্ধ হয়েছে। নতুন কোন মেধাতালিকা প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, এই বিষয়ে উপাচার্য স্যার পরবর্তী মিটিং এই সিদ্ধান্ত নিবেন।
খোঁজ নিয়ে জানা যায়, ‘এ’ ইউনিট থেকে ‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ১ টি, ‘এ’ ইউনিট থেকে ‘বি’ ইউনিটে আসন ফাঁকা ৪৩ টি এবং ‘বি’ থেকে ‘বি’ ইউনিটে আসন ফাঁকা আছে ২ টি।
নতুন মেধা তালিকা প্রকাশ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমাদের আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। কারণ, ক্লাস শুরু হয়েছে জানুয়ারির ২৩ তারিখ। এখনো যদি আমরা ভর্তিই নিতে থাকি তাহলে সেশনজটের সৃষ্টি হবে। তাই আমরা আর ভর্তি নেব না।
আরো দেখুন:You cannot copy content of this page