০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার

  • তারিখ : ১০:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 131

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ।।
মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি কর্মী মো. সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট প্রদান করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

গতকাল (১০ নভেম্বর) রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহত সেলিমের খোঁজখবর নেন হাইকমিশনার। এ সময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেন। হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। সম্প্রতি রংয়ের কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন।

সেলিমের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয়। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “প্রবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আহত কর্মী সেলিমের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আজ (১১ নভেম্বর) সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

error: Content is protected !!

আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার

তারিখ : ১০:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ।।
মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি কর্মী মো. সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট প্রদান করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

গতকাল (১০ নভেম্বর) রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহত সেলিমের খোঁজখবর নেন হাইকমিশনার। এ সময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেন। হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। সম্প্রতি রংয়ের কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন।

সেলিমের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয়। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “প্রবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আহত কর্মী সেলিমের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আজ (১১ নভেম্বর) সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।