
মোঃ মাজহারুল ইসলাম নোমান।।
বাংলাদেশ ইলেকট্রিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুমিল্লা হোটেল বিরতির কনফারেন্স এ বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক ব্যবসায়ীদের উপস্থিতিতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয় এবং নানাবিধ কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের তালুকদার এবং সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন।
আলোচনা সভায় বিসমিল্লাহ ইলেকট্রিক কোম্পানির স্বত্বাধিকারী হাজী সোহেল রানা ও শেখ মোঃ রুবেল এর সঞ্চালনায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় কমিটির মনিরুল ইসলামকে আহ্বায়ক এবং হাজী সোহেল রানা সহ ষোল সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটিতে মোঃ ইকবাল মজুমদার মা ইলকট্রিক- আহ্বায়ক এবং মনিরুল ইসলামকে সেবা ইলেকট্রিক জেলা যুগ্ন আহ্বায়ক ও বিভিন্ন জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।