একুশে আগষ্ট ছিল ১৫ আগষ্টেরই ধারাবাহিকতা -অধ্যক্ষ আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেছে, একুশে আগষ্ট এলেই হিম হয়ে আসে সকল ভাবনা। একুশে আগষ্ট ছিল ১৫ আগষ্টেরই ধারাবাহিকতা। ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতিরপিতাকে সপরিবারে হত্যার পর ২০০৪ সালের ২১ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই দিন অনেকেই শহীদ হয়েছেন।

বেগম আইভী রহমানসহ অনেকেই জীবন দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিন। কারণ এই ঘটনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করতে চেয়েছিলো। যদি চক্রান্তকারীরা সফল হতো তাহলে দেশের চিত্র ভিন্ন হতো। ডিজিটাল বাংলাদেশ,স্মাট বাংলাদেশের স্বপ্ন জাতি কখনোই বাস্তবে দেখতো না।

সোমবার (২১ আগস্ট) কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ আয়োজিত ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুন। বক্তব্য রাখেন প্রভাষক নার্গিস আফরোজ, প্রভাষক সোহেল কবীর , প্রদর্শক মোহাম্মদ মনির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page