এমপি বাহারের নির্দেশে দেবিদ্বারে প্রচারনায় মহানগর ও সদর উপজেলা আ.লীগ নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক।।
দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে। কেন্দ্রিয় নেতৃবৃন্দের পাশাপাশি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নির্দেশে দিবারাত্রি প্রচারনা চালিয়ে যাচ্ছেন কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে উজ্জিবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের কর্মীরা মাঠে সক্রিয় হওয়ায় শেষ সময়ে এসে নৌকার পালে লেগেছে হাওয়া।

গত দুই দিন ধরে পুরো নির্বাচনী এলাকায় নৌকার সমর্থনে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. আহাম্মদ হোসেন এর নেতৃত্বে কেন্দ্রিয় নেতৃবৃন্দ প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি ঘুরে প্রচারপত্র বিতরণের পাশাপাশি সাধারণ ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিয়ে পৌরসভার উন্নয়নে অংশগ্রহণের আহবান জানান স্থানীয় দলীয় নেতাকর্মীরা। এছাড়া মাইকে গানের তালে তালে চলছে নির্বাচনী প্রচারণা।

হাজী বাহার এমপির নির্দেশে বুধবার দুপুর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত প্রচারণায় আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কালির বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো.সেকান্দর আলী, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল সহ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক এর নেতৃত্বে দুটি টিম প্রচারনা ও ওঠান বৈঠকে অংশ নেন।

এদিকে এমপি বাহারের নির্দেশে মঙ্গলবার দিবা-রাত্রি প্রচারনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড মো.আমিনুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ দলের উত্তর জেলা ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page