নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২১ ও ২৩ জুলাই মালেশিয়ার মেলাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) এর সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ পরিচালনা করতে বাংলাদেশ ত্যাগ করেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও কুমিল্লা ড্রাগন কারাত এসোসিয়েশন কোচ এস ইসলাম শুভ ।
মঙ্গলবার (১৮ জুলাই) তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে বাংলাদেশ থেকে সেখানে পৌছান।
এস ইসলাম শুভর সফরসঙ্গী হিসেবে আছেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি আওলাদ হোসেন ও এশিয়ান কারাতে ফেডারেশন এর রেফারি কাউসার আহমেদ।
দুই দিন ব্যাপী সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ প্রতিযোগীতায় এশিয়া মহাদেশের ৪৯টি দেশের ৩৬টি দেশের খেলোয়ারা অংশ নিবেন।
প্রসঙ্গত, এস ইসলাম শুভ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারির পাশাপাশি ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের থেকে পাস করা বাংলাদেশের দুইজন কোচের মধ্যে একজন। ইতিপূর্বে তিনি কারাতে রেফারি সেমিনারা অংশগ্রহণ ও প্রতিযোগিতা পরিচালনায় ভারত, শ্রীলংকা, নেপাল সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর, মালোশিয়া, থাইল্যান্ড ও উজবেকিস্থান ও ইউরোপের ফিনল্যান্ড সফর করেন।