কুমিল্লা প্রতিনিধি ।।
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও আইসিটি ভবনের শুভ উদ্বোধন এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার বঙ্গবন্ধু কর্নার ও আইসিটি ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর -৬ আসনের সংসদ সদস্য আ. ক.ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর মনিরুজ্জামান শাহীন।
সভায় স্বাগত বক্তব্য দেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ শরিফুল ইসলাম।