মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ।
জেলা আইজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ এর সঞ্চালনায় এবং জেলা আইনজীবী সমিতির আমোদ-প্রমোদ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আইনজীবী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগড়িতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
আরো দেখুন:You cannot copy content of this page