কুমিল্লা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাইফা আক্তার

নেকবর হোসেন।।
কুমিল্লায় এক হত্যা মামলার আসামি কেন্দ্রীয় কারাগারে হাজতে থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। হত্যা মামলার আসামীর বাড়ি জেলার তিতাস উপজেলায়।

সাইফা আক্তার নামে এই শিক্ষার্থী দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার স্থানীয় সোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া বলেন, সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। সাইফা আক্তার ওই হত্যা মামলার আসামি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page