০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা থেকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং; সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার

  • তারিখ : ০৩:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • 84

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি (সেলিম)।

অনলাইনের ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করেন। এছাড়াও জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। বলেন, গ্রেপ্তার সেলিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ওই মামলার বাদী সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২৬১ জন আসামির মধ্যে কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার এডভোকেট জহিরুল ইসলাম সেলিম ওই মামলায় এজাহারনামীয় আসামি।

error: Content is protected !!

কুমিল্লা থেকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং; সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার

তারিখ : ০৩:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি (সেলিম)।

অনলাইনের ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করেন। এছাড়াও জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। বলেন, গ্রেপ্তার সেলিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ওই মামলার বাদী সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২৬১ জন আসামির মধ্যে কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার এডভোকেট জহিরুল ইসলাম সেলিম ওই মামলায় এজাহারনামীয় আসামি।