কুমিল্লা রাজগঞ্জ বাজারে কসমেটিকস দোকানে ভোক্তা অধিকারের অভিযান; জরিমানা আদায়

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার ১৭ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের দোকানগুলোতে অনুমোদনহীন কসমেটিকস এর ওপর বিশেষ তদারকি করা হয়।

এ সময় অনুমোদনহীন ও নিষিদ্ধ পাকিস্তানী রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অভিযোগে মেসার্স মা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও অনুমোদনহীন নিষিদ্ধ ৫৮ পিচ পাকিস্তানী ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

অনুমোদনহীন পণ্য২ বিক্রির অভিযোগে মেসার্স রাজু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশী চকলেট বিক্রয় করায় মেসার্স আন নূর সুইটস এন্ড বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলা বেলা ১১টা থেকে ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানে বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ তদারকি অভিযানে ক্যা ব কুমিল্লার প্রতিনিধি এড. মারুফ, রাজগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page