কুমিল্লা শিক্ষাবোর্ড ফল পুনর্নিরীক্ষনের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক।।
২০২১ সনের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষনের আবেদন গত ৩১ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে শুরু হয়েছে। আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে আবেদন করা যাবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা শুধুমাত্র গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক বিষয়সমুহের ফল নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

যেসকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই সেসব বিষয়ে ফল পুনর্নিরীক্ষনের আবেদনের সুযোগ নাই। এছাড়া ফল পুনর্নিরীক্ষনে উত্তরপত্র মূল্যায়ন করা হয়না। নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী আবেদনকৃত বিষয়গুলো যাচাই বাছাই করা হয়।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে কুমিল্লা শিক্ষাবোর্ড হতে ২,১৯,৭০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২,১১,৫০৩ জন উত্তীর্ণ হয়। বোর্ডের গড় পাশের হার ৯৬.২৭%।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page