০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

  • তারিখ : ০৯:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 477

স্টাফ রিপোর্টার
কুমিল্লার সীমান্তে আবারও বড় ধরনের চোরাচালান প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে ৮৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে আনুমানিক ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুবর্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১,৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে আসছে। আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সচেষ্ট। এ ধরনের সফল অভিযান প্রমাণ করে, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, আটককৃত এসব অবৈধ মালামাল পরবর্তীতে বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মাদক ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য চোরাচালান বেড়ে গিয়েছিল। বিজিবির এমন ধারাবাহিক সফল অভিযানের কারণে এখন চোরাকারবারিদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।

প্রসঙ্গত, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্তে মাদক ও চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক মাসে একাধিক সফল অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও ভারতীয় পণ্য আটক করেছে এ ব্যাটালিয়ন।

error: Content is protected !!

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

তারিখ : ০৯:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার
কুমিল্লার সীমান্তে আবারও বড় ধরনের চোরাচালান প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে ৮৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে আনুমানিক ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুবর্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১,৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে আসছে। আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সচেষ্ট। এ ধরনের সফল অভিযান প্রমাণ করে, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, আটককৃত এসব অবৈধ মালামাল পরবর্তীতে বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মাদক ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য চোরাচালান বেড়ে গিয়েছিল। বিজিবির এমন ধারাবাহিক সফল অভিযানের কারণে এখন চোরাকারবারিদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।

প্রসঙ্গত, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্তে মাদক ও চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক মাসে একাধিক সফল অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও ভারতীয় পণ্য আটক করেছে এ ব্যাটালিয়ন।