০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় অনিয়মের কারণে দুই হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ

  • তারিখ : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 2020

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে নগরীর মহিলা কলেজ রোড এলাকার গ্রিনলাইফ হাসপাতাল ও বিউটি ম্যাটার্নিটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সদর উপজেলার গাংচর এলাকার বিউটি ম্যাটার্নিটি ক্লিনিকে পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়— ল্যাবে কালার কোডেড বিন নেই, অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত নার্স ও ইনচার্জ অনুপস্থিত, ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না, ওটি রুমের পরিচ্ছন্নতা অত্যন্ত নিম্নমানের। এসব অনিয়মের কারণে ক্লিনিকটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

অন্যদিকে, গ্রিনলাইফ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আরও ভয়াবহ চিত্র পাওয়া যায়। রোগীর কক্ষগুলো নোংরা, বেডে চাদর নেই, জানালায় পর্দা নেই, মনিটর বা অক্সিজেনের ব্যবস্থা নেই। অপারেশন থিয়েটারও অত্যন্ত অস্বাস্থ্যকর; কাঠের আসবাব, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও পোস্ট-অপারেটিভ কক্ষ নোংরা অবস্থায় ছিল। হাসপাতালের লাইসেন্স ২০১৯ সালের পর নবায়ন হয়নি, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্রও মেয়াদোত্তীর্ণ। এমনকি খাবারের ফ্রিজে রক্তের ব্যাগ রাখা হয়েছিল, যা আইনবিরোধী। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, নার্স ও ল্যাব টেকনিশিয়ানের বৈধ নিয়োগপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “এমন নোংরা ও বিপজ্জনক পরিবেশে কীভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় তা সত্যিই প্রশ্নবিদ্ধ। রোগীর জীবন ঝুঁকিতে ফেলার অধিকার কারও নেই। এমন হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

কুমিল্লায় অনিয়মের কারণে দুই হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ

তারিখ : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে নগরীর মহিলা কলেজ রোড এলাকার গ্রিনলাইফ হাসপাতাল ও বিউটি ম্যাটার্নিটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সদর উপজেলার গাংচর এলাকার বিউটি ম্যাটার্নিটি ক্লিনিকে পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়— ল্যাবে কালার কোডেড বিন নেই, অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত নার্স ও ইনচার্জ অনুপস্থিত, ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না, ওটি রুমের পরিচ্ছন্নতা অত্যন্ত নিম্নমানের। এসব অনিয়মের কারণে ক্লিনিকটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

অন্যদিকে, গ্রিনলাইফ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আরও ভয়াবহ চিত্র পাওয়া যায়। রোগীর কক্ষগুলো নোংরা, বেডে চাদর নেই, জানালায় পর্দা নেই, মনিটর বা অক্সিজেনের ব্যবস্থা নেই। অপারেশন থিয়েটারও অত্যন্ত অস্বাস্থ্যকর; কাঠের আসবাব, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও পোস্ট-অপারেটিভ কক্ষ নোংরা অবস্থায় ছিল। হাসপাতালের লাইসেন্স ২০১৯ সালের পর নবায়ন হয়নি, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্রও মেয়াদোত্তীর্ণ। এমনকি খাবারের ফ্রিজে রক্তের ব্যাগ রাখা হয়েছিল, যা আইনবিরোধী। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, নার্স ও ল্যাব টেকনিশিয়ানের বৈধ নিয়োগপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “এমন নোংরা ও বিপজ্জনক পরিবেশে কীভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় তা সত্যিই প্রশ্নবিদ্ধ। রোগীর জীবন ঝুঁকিতে ফেলার অধিকার কারও নেই। এমন হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”