কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বালিকা ক্রিকেট টুর্নামেন্ট

আলমগীর হোসেন।।
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি কাঁচার মেলার ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি কাঁচার মেলা উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) সকালে নগরীর ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কচি কাঁচার মেলার পরিচালক অনিমা মজুমদারের সভাপতিত্বে উক্ত সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্নপরিচালক শাহ মুহাম্মদ সেলিম, জেলা ক্রিড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, ক্রিড়া সংগঠক বদরুল হুদা জেনু, টুর্নামেন্টের সদস্য সচিব রাশেদা আক্তারসহ আরও অনেকে ।

পরে অতিথিদের উপস্থিতিতে হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চারদিন ব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন। ৭ ফেব্রুয়ারী সকাল থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত নগরীর ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page