০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

কুমিল্লায় গুলিতে নিহত আইনজীবীর জানাজা শুক্রবার বাদ জুম্মা

  • তারিখ : ১০:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 29

জহিরুল হক বাবু।।
শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ আগস্ট কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে আহত এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল কালাম। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জেলা আইনজীবী সমিতির সদস্য আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

নিহত এডভোকেট আবুল কালামের জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা কুমিল্লার আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

আইনজীবী আবুল কালামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামে। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে তিনি কুমিল্লা শহরের রানীর দিঘিরপাড় এলাকায় বসবাস করতেন। ২০০২ সাল থেকে কুমিল্লা জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় কুমিল্লা হাই স্কুলের সামনে সন্ত্রাসীরা আইনজীবী আবুল কালামের ওপর হামলা চালায়। একই সময়ে হামলার শিকার হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক কাইমুল হক রিঙ্কুও। হামলা চলাকালে আবুল কালামের শরীরে বিভিন্ন আঘাতের পাশাপাশি কোমরে শট গানের গুলি লাগে। গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘শুনেছি গত পাঁচ আগস্ট সন্ত্রাসীরা আইনজীবী আবুল কালামকে গুলি করে। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আবুল কালামের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।’

error: Content is protected !!

কুমিল্লায় গুলিতে নিহত আইনজীবীর জানাজা শুক্রবার বাদ জুম্মা

তারিখ : ১০:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

জহিরুল হক বাবু।।
শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ আগস্ট কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে আহত এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল কালাম। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জেলা আইনজীবী সমিতির সদস্য আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

নিহত এডভোকেট আবুল কালামের জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা কুমিল্লার আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

আইনজীবী আবুল কালামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামে। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে তিনি কুমিল্লা শহরের রানীর দিঘিরপাড় এলাকায় বসবাস করতেন। ২০০২ সাল থেকে কুমিল্লা জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় কুমিল্লা হাই স্কুলের সামনে সন্ত্রাসীরা আইনজীবী আবুল কালামের ওপর হামলা চালায়। একই সময়ে হামলার শিকার হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক কাইমুল হক রিঙ্কুও। হামলা চলাকালে আবুল কালামের শরীরে বিভিন্ন আঘাতের পাশাপাশি কোমরে শট গানের গুলি লাগে। গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘শুনেছি গত পাঁচ আগস্ট সন্ত্রাসীরা আইনজীবী আবুল কালামকে গুলি করে। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আবুল কালামের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।’