১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন

কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

  • তারিখ : ১০:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 300

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে ট্রলি ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইদুল   মারা যান। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ  মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর-কোনোটিই আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরসহ দ্রুতবেগী ও অসাবধানী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট গাড়ি ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

error: Content is protected !!

কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

তারিখ : ১০:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে ট্রলি ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইদুল   মারা যান। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ  মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর-কোনোটিই আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরসহ দ্রুতবেগী ও অসাবধানী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট গাড়ি ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”