১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১ ‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের বিদায় সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী মুরাদনগর সমিতি-ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন এম আই জামাল সিদ্দিকী কুমিল্লায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা

কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১

  • তারিখ : ০৮:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 226

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাকে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।

কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১

তারিখ : ০৮:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাকে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।