নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ থেকে গতকাল সোমবার দুপুরে আড়াই বছর বয়সের অনু নামের এক শিশু নিখোঁজ হয়েছিল। পরে একইদিন সন্ধ্যায় অনুর সন্ধান চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ‘নিখোঁজ’ মেয়েটির বাবা।২৭/২৮ ঘন্টা খোঁজাখুঁজির পর মঙ্গলবার (৬মে) বিকাল ৫টার দিকে অনুদের বাড়ি থেকে ২০০মিটার দুরে একটি ডোবা থেকে তার(অনুর)লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।
লাকসাম থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় গত (৫ মে) দুপুরে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া থেকে নিখোঁজ হয় অনু। নিখোঁজের পর অনুর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এরপর থেকে পুলিশ অনুর সন্ধানে ও উদ্ধারে কাজ শুরু করে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে মহিন উদ্দিন মজুমদারের বাড়ি থেকে ২০০মিটার দুরে একটি ডোবা থেকে অনুর লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় অনুর মুখে ও নাকে রক্ত পরিলক্ষিত হয়।
এবিষয়ে অনুর বাবা মহিন উদ্দিন মজুমদারের সাথে কথা বললে তিনি জানান -ও ভাইরে কেমনে কি হইছে আমার অনুর। আমার অনুকে কে বা কারা মারছে, আল্লাহ হেতাগো বিচার করুক।পরে তিনি সঠিক তদন্তের মাধ্যমে তার মেয়ে অনুর মৃত্যুর মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিচার দাবী করেন।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,মুদাফফরগঞ্জ থেকে আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করার পর থেকে লাকসাম থানা পুলিশ অনুর সন্ধানে ও উদ্ধারে কাজ শুরু করে।
বিকাল ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন আমাদের অফিসার ঘটনাস্থলে সুরুত হালের রিপোর্ট তৈরি করে, শিশুর লাশটি পোস্টমর্টাম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে অনুর মৃত্যুর মূল রহস্য উদঘাটন করার জন্য।
আরো দেখুন:You cannot copy content of this page