১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লায় পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ; নিহতের সংখ্যা বেড়ে ৪

  • তারিখ : ০৯:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • 20

নিউজ ডেস্ক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে তিন স্কুলছাত্রসহ চারজনের প্রাণহানি ঘটেছে। নিহত অন্যজন পিকআপ ভ্যানচালক। আহত হয়েছে আরও ১৫ জন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় রোববার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা স্থানীয় লালবাগ রওশন আশ্রাফ উচ্চ বিদ্যালয় থেকে সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আলী আহমেদের ছেলে পিকআপ ভ্যান চালক মোর্শেদ আলম, একই গ্রামের আবদুর রহিমের ছেলে স্কুল ছাত্র ফয়সাল, মোহন মিয়ার ছেলে শাহীন ও শাহ আলম ভেন্ডারের ছেলে সাকিব। এ ঘটনায় লালবাগ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে একটি পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) অংশ নিতে উপজেলা পরিষদ মাঠের দিকে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে বাহন দুটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শাওন শিকদার জানান, দুর্ঘটনার পর ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। একজন হাসপাতালে আনার পর মারা যায়। আর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করাসহ তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করি। সে সময় পর্যন্ত এ ঘটনায় আমরা দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হই।’

error: Content is protected !!

কুমিল্লায় পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ; নিহতের সংখ্যা বেড়ে ৪

তারিখ : ০৯:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

নিউজ ডেস্ক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে তিন স্কুলছাত্রসহ চারজনের প্রাণহানি ঘটেছে। নিহত অন্যজন পিকআপ ভ্যানচালক। আহত হয়েছে আরও ১৫ জন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় রোববার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা স্থানীয় লালবাগ রওশন আশ্রাফ উচ্চ বিদ্যালয় থেকে সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আলী আহমেদের ছেলে পিকআপ ভ্যান চালক মোর্শেদ আলম, একই গ্রামের আবদুর রহিমের ছেলে স্কুল ছাত্র ফয়সাল, মোহন মিয়ার ছেলে শাহীন ও শাহ আলম ভেন্ডারের ছেলে সাকিব। এ ঘটনায় লালবাগ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে একটি পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) অংশ নিতে উপজেলা পরিষদ মাঠের দিকে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে বাহন দুটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শাওন শিকদার জানান, দুর্ঘটনার পর ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। একজন হাসপাতালে আনার পর মারা যায়। আর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করাসহ তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করি। সে সময় পর্যন্ত এ ঘটনায় আমরা দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হই।’