
জহিরুল হক বাবু।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকি ধমকি দেয়ার অভিযোগে এনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কুমিল্লা কোটবাড়ি সড়কে এই অবরোধ চলে।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবু মহাদেব চন্দ্র সাহার পদত্যাগের দাবী চেয়ে স্লোগান দেন। এ সময় স্কুলটির শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী এই বিক্ষোভ সমর্থন করে বিক্ষোভে অংশ গ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরাদের বহিরাগতদের দিয়ে নানানভাবে হেনস্তা করে প্রধান শিক্ষক।
তাই প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগ দাবী করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষকের পদত্যাগ করা না পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন।
সট- শিক্ষক শিক্ষার্থী।