মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার আলেখারচর এলাকা থেকে প্রাইভেটকার ভর্তি ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার (১২ এপ্রিল) মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ আল আমিন (২৯) নামে একজন মাদক কারবারিকে আটক করে। আটককৃত আল আমিন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page