১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

কুমিল্লায় প্রেম করার অপরাধে কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ

  • তারিখ : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • 50

মাহফুজ নান্টু, কুমিল্লা।
প্রেম করার অপরাধে এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গেলো শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে ডেকে নেয়ার পর রক্তাক্ত অবস্থায় সে ফিরে আসে। পরে সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।

নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।

নিহত ফয়সালের মা রোকেয়া জানান, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায় । আমিও তাকে যেতে দেই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। পরে সে বলে তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই।

নিহতের খালা জাহানারা বলেন, বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করেছে। ঘর থেকে ৩০ সেকেন্ড দূরে তাকে ফেলে রেখে চলে গেছে। এ ঘটনার পর থেকে মেয়ে আর মেয়ের পরিবারের কেউ বাড়িতে নেই । তারা তালা মেরে পালিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। ছেলে মারা যাওয়ার আগে বলে গেছেন কে কে জড়িত। আমরা এঘটনায় জড়িতদের বিচার চাই।

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে।

error: Content is protected !!

কুমিল্লায় প্রেম করার অপরাধে কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ

তারিখ : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

মাহফুজ নান্টু, কুমিল্লা।
প্রেম করার অপরাধে এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গেলো শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে ডেকে নেয়ার পর রক্তাক্ত অবস্থায় সে ফিরে আসে। পরে সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।

নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।

নিহত ফয়সালের মা রোকেয়া জানান, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায় । আমিও তাকে যেতে দেই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। পরে সে বলে তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই।

নিহতের খালা জাহানারা বলেন, বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করেছে। ঘর থেকে ৩০ সেকেন্ড দূরে তাকে ফেলে রেখে চলে গেছে। এ ঘটনার পর থেকে মেয়ে আর মেয়ের পরিবারের কেউ বাড়িতে নেই । তারা তালা মেরে পালিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। ছেলে মারা যাওয়ার আগে বলে গেছেন কে কে জড়িত। আমরা এঘটনায় জড়িতদের বিচার চাই।

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে।