আলমগীর কবির।।
কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়াসহ বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে চাষি, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এ জন্য স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে আরও মানুষকে উৎসাহিত করার আহ্বান জানান তারা।
এদিন ডিসি বাংলোর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া সফল মৎস্যচাষীদের মধ্যে চারজনকে পুরস্কৃত করা হয়।