০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অনিয়মের অভিযোগে ৪ ডায়াগনস্টিকের লাইসেন্স স্থগিত, এক জনের কারাদণ্ড “যারা পিআর পদ্ধতি চায় না’ তারা দেশের মঙ্গল চায় না” – সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ব্রাহ্মণপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হোমনায় পিকআপ ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে ‘ভুয়া বিএনপি’ বললেন সেলিম ভুঁইয়া অবৈধ অনুপ্রবেশে আটক ৫ বাংলাদেশিকে কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর দুর্ঘটনার পর বড় পদক্ষেপ: কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা কুমিল্লার বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুমিল্লায় কনের বাড়িতে বরকে আটকে ১৫ লাখ টাকা জরিমানা অসহায় মানুষের পাশে দুর্বার বাংলাদেশ: প্রজেক্ট স্বাবলম্বী উদ্যোগে রিকশা প্রদান

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে রং; পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

  • তারিখ : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • 3

নেকবর হোসেন।।
কুমিল্লায় নির্ধা‌রিত মূ‌ল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।

রবিবার কু‌মিল্লার সদর উপ‌জেলার নোয়াপাড়া, হা‌তিগাড়া ও কা‌লির বাজার এলাকার নিত্যপণ্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অ‌তি‌রিক্ত দামে সার বি‌ক্রি করায় কা‌লির বাজার এলাকার গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে শ‌ফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সা‌রের দোকা‌নে লাল সালু‌তে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় হা‌তিগাড়া এলাকার শা‌মিম এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং কা‌লির বাজা‌রের কৃ‌ষি ঘর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত এবং খাবা‌রে ক্ষ‌তিকর রং ব‌্যবহার করায় নোয়াপাড়া এলাকার তা‌হের ফুড প্রোডাক্টস‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং অনু‌মোদনহীন ২ কৌটা রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়। রবিবারের এ তদারকি অভিযানে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

error: Content is protected !!

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে রং; পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

তারিখ : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লায় নির্ধা‌রিত মূ‌ল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।

রবিবার কু‌মিল্লার সদর উপ‌জেলার নোয়াপাড়া, হা‌তিগাড়া ও কা‌লির বাজার এলাকার নিত্যপণ্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অ‌তি‌রিক্ত দামে সার বি‌ক্রি করায় কা‌লির বাজার এলাকার গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে শ‌ফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সা‌রের দোকা‌নে লাল সালু‌তে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় হা‌তিগাড়া এলাকার শা‌মিম এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং কা‌লির বাজা‌রের কৃ‌ষি ঘর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত এবং খাবা‌রে ক্ষ‌তিকর রং ব‌্যবহার করায় নোয়াপাড়া এলাকার তা‌হের ফুড প্রোডাক্টস‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং অনু‌মোদনহীন ২ কৌটা রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়। রবিবারের এ তদারকি অভিযানে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।