১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে মব তৈরি করে ৩ সাংবাদিক হেনস্তা ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন কুমিল্লায় সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিপুল অস্ত্র-সামগ্রী জব্দ জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালী মুরাদনগরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষতি কুমিল্লায় বাল্যবিয়ের খবর বিয়ে বাড়ীতে অভিযান; বরের বাবাকে জরিমানা

কুমিল্লায় বাল্যবিয়ের খবর বিয়ে বাড়ীতে অভিযান; বরের বাবাকে জরিমানা

  • তারিখ : ০৯:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 564

জহিরুল হক বাবু।।
কুমিল্লার লালমাই উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালতে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের একজন ব্যক্তিকে বাল্যবিবাহ সম্পাদনের অপরাধে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা এ মামলার শুনানি পরিচালনা করেন। তিনি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় বরপক্ষের বাবাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করার নির্দেশ দেন। এই সিদ্ধান্ত সমাজে শিশু ও কিশোরীর অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বাল্যবিবাহ রোধে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমরান কবির এবং লালমাই থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও আইন মেনে শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকে সচেতন হতে এবং বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ শিশু ও কিশোরীদের প্রতি সামাজিক ও আইনগত সুরক্ষা প্রদানের জন্য গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ে বা ছেলে বিয়ের জন্য বৈধ নয়, এবং এ ধরনের লঙ্ঘনকারীকে জরিমানা বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় বাল্যবিয়ের খবর বিয়ে বাড়ীতে অভিযান; বরের বাবাকে জরিমানা

তারিখ : ০৯:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার লালমাই উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালতে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের একজন ব্যক্তিকে বাল্যবিবাহ সম্পাদনের অপরাধে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা এ মামলার শুনানি পরিচালনা করেন। তিনি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় বরপক্ষের বাবাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করার নির্দেশ দেন। এই সিদ্ধান্ত সমাজে শিশু ও কিশোরীর অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বাল্যবিবাহ রোধে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমরান কবির এবং লালমাই থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও আইন মেনে শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকে সচেতন হতে এবং বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ শিশু ও কিশোরীদের প্রতি সামাজিক ও আইনগত সুরক্ষা প্রদানের জন্য গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ে বা ছেলে বিয়ের জন্য বৈধ নয়, এবং এ ধরনের লঙ্ঘনকারীকে জরিমানা বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।