জহিরুল হক বাবু।।
ভেজাল ঘি বিক্রি, নকল বৈদ্যুতিক তার বাজারজাত এবং পাটজাত মোড়ক ব্যবহার না করায় কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। অভিযানে জব্দ করা হয়েছে ৩৮ কেজি ভেজাল ঘি, যা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশনায় বুধবার (২ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে সহায়তা করেন বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ, পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার ইকবাল আহমেদ এবং চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ দল।
অভিযানে চৌদ্দগ্রাম বাজারের ‘পরিচয় ট্রেডার্স’ ও ‘সাহা এন্ড সন্স’ দোকানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন এবং স্বেচ্ছাচারীভাবে উৎপাদন ও মেয়াদের তারিখ বসানো ভেজাল ঘি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া পূর্ব সতর্কতার পরও চালের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় আইন লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে।
অন্যদিকে, কমার্শিয়াল সেন্টারের ‘মজুমদার ইলেকট্রনিকস’ দোকানে নকল ক্যাবল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান কর্তৃপক্ষ আসল ক্যাবলের দামে নকল পণ্য বিক্রি করছিল এবং কোনও ধরনের বৈধ সনদ বা কাগজপত্র দেখাতে পারেনি।
আদালত ‘পরিচয় ট্রেডার্স’ ও ‘সাহা এন্ড সন্স’ কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
‘মজুমদার ইলেকট্রনিকস’ কে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
জব্দকৃত ৩৮ কেজি ভেজাল ঘি ধ্বংস করার জন্য বিএসটিআইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page