০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • তারিখ : ০৫:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • 33

নেকবর হোসেন।।
মাদক নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার জয়নাল আবেদীন ও কুতুবদিয়া উপজেলার করল্লাপাড়া গ্রামের মোবারক হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা ডিবি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়। জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করতে থাকে।

তল্লাশির সময় একটি গাড়ির চালক তল্লাশিচৌকি পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটু দূরেই সেটিকে রোড ব্যারিকেড দিয়ে থামানো হয়। ওই সময় গাড়ি ও গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি।

এ ঘটনায় কুমিল্লা ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে আটক জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন ও কামাল হোসেনসহ পলাতক আহাম্মদ কবির ও শাকিলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালতে বিচার চলাকালে মামলার বাদীপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামি জয়নাল আবেদীন মোল্লা ও মোবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড দেয়ার আদেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাকির হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কাজী জসিম উদ্দিন।

error: Content is protected !!

কুমিল্লায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

তারিখ : ০৫:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

নেকবর হোসেন।।
মাদক নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার জয়নাল আবেদীন ও কুতুবদিয়া উপজেলার করল্লাপাড়া গ্রামের মোবারক হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা ডিবি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়। জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করতে থাকে।

তল্লাশির সময় একটি গাড়ির চালক তল্লাশিচৌকি পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটু দূরেই সেটিকে রোড ব্যারিকেড দিয়ে থামানো হয়। ওই সময় গাড়ি ও গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি।

এ ঘটনায় কুমিল্লা ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে আটক জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন ও কামাল হোসেনসহ পলাতক আহাম্মদ কবির ও শাকিলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালতে বিচার চলাকালে মামলার বাদীপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামি জয়নাল আবেদীন মোল্লা ও মোবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড দেয়ার আদেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাকির হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কাজী জসিম উদ্দিন।