০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ

  • তারিখ : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 223

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন চাপাতলী গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান। পরদিন সকালে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করতে যান। তখন খবর আসে মৎস্য ঘেরে রিপনের মরদেহ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে মরদেহ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনা থানায় জিডি করতে আসলে মরদেহ পাওয়ার খবর আসে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি আরও বলেন, সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ

তারিখ : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন চাপাতলী গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান। পরদিন সকালে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করতে যান। তখন খবর আসে মৎস্য ঘেরে রিপনের মরদেহ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে মরদেহ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনা থানায় জিডি করতে আসলে মরদেহ পাওয়ার খবর আসে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি আরও বলেন, সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।