কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত; আটক ৫ জনের মধ্যে ৪ জনের জামিন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে আটক করে পুলিশভ। গত মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তবে আজ বৃহস্পতিবার তাদের মধ্যে চারজনকে জামিন দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্টের পরিদর্শক মজিবুর রহমান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তারুজ্জামান জানান, ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছিল। এদের মধ্যে শুধু ইসমাইল মজুমদারকে এ মামলায় এজহারভুক্ত করায়, গ্রেপ্তার দেখানোর জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেছি। বাকি চারজনের মধ্যে বাদী দুজনকে সাক্ষী দিয়েছে মামলার এজহারে। তাই ইসমাইল বাদে বাকীদের জামিনে আমাদের কোনো আপত্তি ছিলো না।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে লাঞ্ছিত করেছে একদল দুর্বৃত্ত। ওই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে তারা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ অনুযায়ী ঘটনার ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে পুলিশ।

এ ঘটনায় গতকাল বুধবার ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৫ লাখ টাকার চাঁদা ও ১০০ কোটি টাকার মামলায় প্রধান আসামি করা হয়েছে জামায়াত থেকে বহিষ্কৃত আবুল হাসেমকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page