০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

কুমিল্লায় যুবককে হত্যার পর ৪ টুকরো, খাল থেকে ২ হাত উদ্ধার

  • তারিখ : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 3080

জহিরুল হক বাবু
কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ৪ টুকরো করে খালে ফেলে দিয়েছে প্রেমিকা ও তার স্বামী। এ ঘটনায় পুলিশ প্রেমিকা স্মৃতি আক্তার (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) আটক করেছে।

নিহত নজরুল ভূঁইয়া তিতাস উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজরুল। ৮ আগস্ট তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তিতাস থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর গ্রামের সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেছে, তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, নিহতের হাত দুটো উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া বলেন, “পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নজরুল (৬ আগস্ট) রাত আনুমানিক ১০টায় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি, পরে (৮ আগস্ট)  নজরুলের পিতা হানিফ ভূইয়া থানায় একটি নিখোঁজ জিডি করেছেন, তারই সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটককৃত সৃতি আক্তারকে শনাক্ত করে তাকে এবং তার স্বামী হোসেনকে রবিবার ভোর রাতে আটক করে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুলকে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তাবন্দি করে খালে ফেলে দিয়েছে বলে তারা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ নিহতের হাত দুটো খাল থেকে উদ্ধার করেছে। শরীরের অন্যান্য অংশ  উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

error: Content is protected !!

কুমিল্লায় যুবককে হত্যার পর ৪ টুকরো, খাল থেকে ২ হাত উদ্ধার

তারিখ : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু
কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ৪ টুকরো করে খালে ফেলে দিয়েছে প্রেমিকা ও তার স্বামী। এ ঘটনায় পুলিশ প্রেমিকা স্মৃতি আক্তার (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) আটক করেছে।

নিহত নজরুল ভূঁইয়া তিতাস উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজরুল। ৮ আগস্ট তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তিতাস থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর গ্রামের সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেছে, তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, নিহতের হাত দুটো উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া বলেন, “পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নজরুল (৬ আগস্ট) রাত আনুমানিক ১০টায় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি, পরে (৮ আগস্ট)  নজরুলের পিতা হানিফ ভূইয়া থানায় একটি নিখোঁজ জিডি করেছেন, তারই সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটককৃত সৃতি আক্তারকে শনাক্ত করে তাকে এবং তার স্বামী হোসেনকে রবিবার ভোর রাতে আটক করে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুলকে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তাবন্দি করে খালে ফেলে দিয়েছে বলে তারা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ নিহতের হাত দুটো খাল থেকে উদ্ধার করেছে। শরীরের অন্যান্য অংশ  উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।