কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি সম্রাট মামুন আটক

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।

অভিযানে মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়।

আটক মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। অপর আটক ব্যক্তি আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এ ছাড়া প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলেও জানা গেছে।

আটকের পর মামুন সম্রাট ও তাঁর সহযোগীকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page