০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট কুমিল্লায় অচেতন করে তরুণীকে ধর্ষণ, সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাসে শ্লীলতাহানি-ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, দুই অভিযুক্তের কারাদণ্ড কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত হোমনায় নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্তের দাবি কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪

কুমিল্লায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় শিক্ষা কর্মকর্তা নিহত

  • তারিখ : ১১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 12

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এ বি এম সলিমুল্লাহ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিমুল্লাহ ওই এলাকার বাসিন্দা।

এই ঘটনার একটি সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সড়কের একপাশে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন সলিমুল্লাহ। একটি বাস দেখে তিনি সড়কের একপাশ থেকে হাত উচিয়ে বাসকে থামার ইঙ্গিত দিয়ে দৌড় দেন। এ সময় আরেকটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সলিমুল্লাহকে উদ্ধার করে নগরীর কয়েকটি হাসপাতলে নিয়ে গেলেও সড়ক গুরুতর আহত বলে কোথাও চিকিৎসা পাননি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাধানীর মাতুয়াইল এলাকায় মারা যান তিনি।

নিহত অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার ছোট ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা অবসরে থাকলেও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি আজ একটি কাজে সকালে চান্দিনায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তারপর বাসের ধাক্কায় মারা যান।

দুপুরে নোয়াপাড়ায় প্রথম জানাজা এবং বিকেলে চান্দিনায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থান সলিমুল্লাহর মরদেহ দাফন করা হয়।

কুমিল্লায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় শিক্ষা কর্মকর্তা নিহত

তারিখ : ১১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এ বি এম সলিমুল্লাহ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিমুল্লাহ ওই এলাকার বাসিন্দা।

এই ঘটনার একটি সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সড়কের একপাশে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন সলিমুল্লাহ। একটি বাস দেখে তিনি সড়কের একপাশ থেকে হাত উচিয়ে বাসকে থামার ইঙ্গিত দিয়ে দৌড় দেন। এ সময় আরেকটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সলিমুল্লাহকে উদ্ধার করে নগরীর কয়েকটি হাসপাতলে নিয়ে গেলেও সড়ক গুরুতর আহত বলে কোথাও চিকিৎসা পাননি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাধানীর মাতুয়াইল এলাকায় মারা যান তিনি।

নিহত অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার ছোট ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা অবসরে থাকলেও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি আজ একটি কাজে সকালে চান্দিনায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তারপর বাসের ধাক্কায় মারা যান।

দুপুরে নোয়াপাড়ায় প্রথম জানাজা এবং বিকেলে চান্দিনায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থান সলিমুল্লাহর মরদেহ দাফন করা হয়।