১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায় মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ বুড়িচংয়ে প্রয়াত আইনজীবী সোহাগের মৃত্যুবার্ষিকীকে গাছের চারা বিতরণ কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লায় লাজ ফার্মাসহ ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জ‌রিমানা

  • তারিখ : ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • 2

মোঃ জহিরুল হক বাবু।।
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির অ‌ভিযোগে মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভিযোগের ভি‌ত্তিতে অ‌ভিযোগ প্রমা‌ণিত হওয়ায় কুমিল্লা মনোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ, রামঘাটলা ও কা‌ন্দিরপাড় এলাকার পোশাকের ব্রান্ড সপ, নিত্যপণ্যের বাজার, ফল ও ইফতা‌রি বাজারে বিশেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে।

এ সময় খা‌সির মাংস না থাকলেও মূল্য তা‌লিকায় খা‌সির মাংস লিখে বি‌ক্রি করায় বিস‌মিল্লাহ খা‌সি হাউজকে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কম দামে তরমুজ কিনে বে‌শি দামে বিক্রি করায় মেসার্স শাহ আলম মিয়ার ফলের আড়তকে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ইফতা‌রিতে অনুমোদনহীন উপাদান মেশানোর অ‌ভিযোগে মেসার্স এম এন হোটেলকে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজকের অ‌ভিযানে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকাণ্ডের অ‌ভিযোগে ‌মোট ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও অভিযানে ব‌র্ণিত এলাকার পোশাকের ব্রান্ড সপগু‌লোতে একা‌ধিক মূল্য ট্যাগ লা‌গিয়ে বি‌ক্রি করা হচ্ছে কিনা, ক্রয় র‌শিদ সংরক্ষণ করা হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। ইফতা‌রি সামগ্রীতে অপদ্রব্য মেশানো হচ্ছে কিনা যাচাই করা হয়।

বেলা ১১টা থেকে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযানে জেলা স্যানিটা‌রি পরিদর্শব ইসরাইল হোসেন, উপ‌জেলা স্যানিটা‌রি পরিদর্শক একে আজাদ এবং জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম।

কুমিল্লায় লাজ ফার্মাসহ ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জ‌রিমানা

তারিখ : ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির অ‌ভিযোগে মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভিযোগের ভি‌ত্তিতে অ‌ভিযোগ প্রমা‌ণিত হওয়ায় কুমিল্লা মনোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ, রামঘাটলা ও কা‌ন্দিরপাড় এলাকার পোশাকের ব্রান্ড সপ, নিত্যপণ্যের বাজার, ফল ও ইফতা‌রি বাজারে বিশেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে।

এ সময় খা‌সির মাংস না থাকলেও মূল্য তা‌লিকায় খা‌সির মাংস লিখে বি‌ক্রি করায় বিস‌মিল্লাহ খা‌সি হাউজকে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কম দামে তরমুজ কিনে বে‌শি দামে বিক্রি করায় মেসার্স শাহ আলম মিয়ার ফলের আড়তকে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ইফতা‌রিতে অনুমোদনহীন উপাদান মেশানোর অ‌ভিযোগে মেসার্স এম এন হোটেলকে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজকের অ‌ভিযানে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকাণ্ডের অ‌ভিযোগে ‌মোট ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও অভিযানে ব‌র্ণিত এলাকার পোশাকের ব্রান্ড সপগু‌লোতে একা‌ধিক মূল্য ট্যাগ লা‌গিয়ে বি‌ক্রি করা হচ্ছে কিনা, ক্রয় র‌শিদ সংরক্ষণ করা হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। ইফতা‌রি সামগ্রীতে অপদ্রব্য মেশানো হচ্ছে কিনা যাচাই করা হয়।

বেলা ১১টা থেকে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযানে জেলা স্যানিটা‌রি পরিদর্শব ইসরাইল হোসেন, উপ‌জেলা স্যানিটা‌রি পরিদর্শক একে আজাদ এবং জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম।