আলমগীর কবির।।
কুমিল্লায় শিল্পাঙ্গন সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষামুখর আয়োজন ‘শ্রাবণ মেঘের দিন’। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নিজামুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর কাশেদুল হক কাওসার এবং এথনিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাকসুদুল আজম।
শিল্পাঙ্গন সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক সাজিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃত্য প্রশিক্ষক অভিজিৎ সরকার।
অনুষ্ঠানে কবিতা, গান ও নৃত্য, গীটার পরিবেশন করেন কাজী মাহাতাব সুমন, বিউটি দাস, কাকন দাস, হাসান সোহেল ও আইনুল হক অনির্বাণ। মনোজ্ঞ এই আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে নাচ, গান, আবৃত্তি ও অন্যান্য শাখায় প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।