
আলমগীর হোসেন।।
বুধবার (২ আগষ্ট ২৩) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিল হতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম.এম.মামুন -অর- রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম পরিদর্শক (সাধারণ) মো: আশেকুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য)শাহীন মিয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠানে শিক্ষা, দুর্ঘটনা, আহত, মৃত, মাতৃত্বের, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক ও তার পরিবারবর্গের মধ্যে আর্থিক সহায়তার একানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মোট ২০৬ টি চেক বিতরণ হয়।











