১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

কুমিল্লায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান” ও মিলাদ

  • তারিখ : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 59

আলমগীর কবির।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির আয়োজনে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫” উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বি.এ. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল কাইয়ুম বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে। শিক্ষা অর্জনের মধ্য দিয়েই তোমরা একদিন দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নাগরিক হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “আমরা চাই এই বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে গড়ে উঠুক। দেশের উন্নয়নের জন্য ভালো নেতৃত্ব ও শিক্ষার বিকল্প নেই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সহজে আসেনি—এই স্বাধীনতার পেছনে রয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা, দায়িত্ববোধ, নৈতিকতা ও দেশপ্রেম থাকলে শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতা, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক বা বিজ্ঞানী হয়ে উঠতে পারে।

আলোচনায় অংশগ্রহণ করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক এয়ার আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহসভাপতি মোঃ ফরিদ আহম্মদ লিটন, লন্ডন প্রবাসী রাশেদুল হক রিয়াদ, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রান্স প্রবাসী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, কে হোসেন টিভির স্বত্বাধিকারী মোঃ কামাল হোসাইন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর হামদ, নাত ও প্রবন্ধ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ জাকির হোসাইন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

কুমিল্লায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান” ও মিলাদ

তারিখ : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

আলমগীর কবির।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির আয়োজনে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫” উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বি.এ. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল কাইয়ুম বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে। শিক্ষা অর্জনের মধ্য দিয়েই তোমরা একদিন দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নাগরিক হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “আমরা চাই এই বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে গড়ে উঠুক। দেশের উন্নয়নের জন্য ভালো নেতৃত্ব ও শিক্ষার বিকল্প নেই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সহজে আসেনি—এই স্বাধীনতার পেছনে রয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা, দায়িত্ববোধ, নৈতিকতা ও দেশপ্রেম থাকলে শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতা, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক বা বিজ্ঞানী হয়ে উঠতে পারে।

আলোচনায় অংশগ্রহণ করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক এয়ার আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহসভাপতি মোঃ ফরিদ আহম্মদ লিটন, লন্ডন প্রবাসী রাশেদুল হক রিয়াদ, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রান্স প্রবাসী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, কে হোসেন টিভির স্বত্বাধিকারী মোঃ কামাল হোসাইন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর হামদ, নাত ও প্রবন্ধ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ জাকির হোসাইন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।