০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত

কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত

  • তারিখ : ০৫:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 1273

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এসময় একটি সিএনজি অটোরিকশাও লরির নিচে চাপা পড়ে, এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে প্রাইভেটকার চালক আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় ঢাকা মুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন বাসের পিছনে থাকা প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।

মুহূর্তেই প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আর সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

error: Content is protected !!

কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত

তারিখ : ০৫:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এসময় একটি সিএনজি অটোরিকশাও লরির নিচে চাপা পড়ে, এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে প্রাইভেটকার চালক আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় ঢাকা মুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন বাসের পিছনে থাকা প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।

মুহূর্তেই প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আর সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।