০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় শিল্পাঙ্গনের ‘শ্রাবণ মেঘের দিন’ উদযাপন কুমিল্লায় ৫২ লাখ টাকা ও সাড়ে তিন হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেপ্তার কুমিল্লা বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২০হাজার ৩শ’ টাকা জরিমানা কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত চিন্ময়-আনিকার নেতৃত্বে কুবির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা বুড়িচংয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন: ইউএনও

কুমিল্লার চৌদ্দগ্রামে রাজারমার দিঘী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • তারিখ : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 4

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা পুরুষের(৪৫) একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের পরণে কোন পোশাক ছিল না। মঙ্গলবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের রাজার মার দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভাসমান লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

রাজার মার দিঘীর পাহাড়াদার আবদুল মতিন ও হায়াতন্নবী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় মাছের খাদ্য বিতরণের জন্য দিঘীতে নামলে উত্তর-পূর্ব কোণে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক ইউপি সদস্যদেরকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমন্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন লোকটি কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে, সেই রহস্য জানি না। সিআইডিকে খবর দেয়া হয়েছে-ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে’।

কুমিল্লার চৌদ্দগ্রামে রাজারমার দিঘী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তারিখ : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা পুরুষের(৪৫) একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের পরণে কোন পোশাক ছিল না। মঙ্গলবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের রাজার মার দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভাসমান লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

রাজার মার দিঘীর পাহাড়াদার আবদুল মতিন ও হায়াতন্নবী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় মাছের খাদ্য বিতরণের জন্য দিঘীতে নামলে উত্তর-পূর্ব কোণে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক ইউপি সদস্যদেরকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমন্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন লোকটি কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে, সেই রহস্য জানি না। সিআইডিকে খবর দেয়া হয়েছে-ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে’।