০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লার দেবীদ্বারে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • তারিখ : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 176

দেবীদ্বার (কুমিল্লা)।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জঙ্গলের পাশে বসবাসকারী এক ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং খবর দেওয়া হয় থানা পুলিশকে।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে নারীটিকে হত্যা করে নির্জন এ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। বয়স আনুমানিক চল্লিশের মতো। শরীরে এখনও তেমন পচন ধরেনি, তবে মুখমণ্ডলে পোকা ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “মরদেহের পেটের অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে, সম্ভবত তিনি গর্ভবতী ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিআইডি, পিবিআই ও নারী পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলা নির্জন থাকলেও রাতের বেলায় ওই এলাকায় মাদকসেবী ও বিভিন্ন অপরাধীর আনাগোনা বেড়েছে। তারা অভিযোগ করেন, “রাতে এখানে যেসব তরুণদের দেখা যায়, তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

error: Content is protected !!

কুমিল্লার দেবীদ্বারে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তারিখ : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দেবীদ্বার (কুমিল্লা)।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জঙ্গলের পাশে বসবাসকারী এক ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং খবর দেওয়া হয় থানা পুলিশকে।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে নারীটিকে হত্যা করে নির্জন এ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। বয়স আনুমানিক চল্লিশের মতো। শরীরে এখনও তেমন পচন ধরেনি, তবে মুখমণ্ডলে পোকা ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “মরদেহের পেটের অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে, সম্ভবত তিনি গর্ভবতী ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিআইডি, পিবিআই ও নারী পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলা নির্জন থাকলেও রাতের বেলায় ওই এলাকায় মাদকসেবী ও বিভিন্ন অপরাধীর আনাগোনা বেড়েছে। তারা অভিযোগ করেন, “রাতে এখানে যেসব তরুণদের দেখা যায়, তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।