কুমিল্লার বরুড়ায় ৪ দিনের মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় চার দিনের মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ১৪ ই আগস্ট দুপুরে পারিবারিক কলহের জের ধরে ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের দক্ষিণ বালুয়ায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার ঘটনায় বরুড়া থানায় ৩০২ ধারায় পেনাল কোড রুজু করা হয়। মামলা নং ০৭ তারিখ:১৪ আগস্ট।

হত্যার ঘটনার দুই ঘণ্টার মধ্যে সদর দক্ষিণ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল এর নির্দেশনায় বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই উত্তম কুমার সরকার হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামি মোঃ শামসুল আলম( ৬৭) কে গ্রেপ্তারপূর্বক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামি কে আদালতে সোপর্দ করলে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ সুপার কুমিল্লার নির্দেশনায় ন্যায়বিচারের স্বার্থে দ্রুততম সময়ে ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহপূর্বক মামলা তদন্তের যাবতীয় কার্যক্রম শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে চারদিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন চার দিনের মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র আজ ২২আগষ্ট আদালতে দাখিল করেছি, চেষ্টা করব যেন দ্রুততম সময়ের মধ্যে আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page