বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জাহের’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জাকির হোসেন জাহেরকে কুমিল্লা নগরীর এলাকা থেকে কোতায়ালি মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, জাকির হোসেন জাহের এর বিরুদ্বে কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলার আসামী ছিলেন।
এছাড়াও আরো জানা যায়, জাকির হোসেন আ’লীগ সরকারের আমলে পীরযাত্রাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার আগে ২০১৬ সালে তিনি ওই ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। নথি জালিয়াতি করে ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদকের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
আরো দেখুন:You cannot copy content of this page