জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী, ডাকাত, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
তিনি জানান, থানা পুলিশের একটি দল উপজেলার পূর্বহুড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ বছরে সাজাপ্রাপ্ত আসামী আতিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আতিকুল ইসলাম ওই এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
আরেকটি অভিযানের উপজেলার শংকুচাইল এলাকা থেকে ২ বছরের সাজা প্রাপ্ত আসামি শফিকুল ইসলাম প্রকাশ্যে শফিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিক ওই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
অন্য আরেকটি অভিযানে উপজেলার কোদালিয়া এলাকা থেকে মোঃ শহিদুল হক রিফাত নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত ওই এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে।
আরেকটি অভিযানে উপজেলার মহিষমারা এলাকা থেকে মোঃ লিটন মিয়া ভূইয়া নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ওই এলাকার মৃত ইদ্রিস মিয়া ভূইয়া ছেলে।
ওসি আরও জানান, আটককৃত চার আসামীকে মঙ্গলবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page