কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় টমটম ব্যবসায়ী মুন্না নিহত

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ফৌজদারি এথনিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আবু নাছের মুন্না ওরফে টমটম মুন্না। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার মো. জুলফু মিয়ার ছেলে।

মুন্নার প্রতিবেশী রাকিব উদ্দিন বলেন, নগরীর কান্দিরপাড়ে মুন্না হার্ডওয়্যারের দোকান ছিল। দুপুরের খাওয়া ও বিশ্রাম শেষে তিনি দোকানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাসা থেকে বের হন। ফৌজদারি এথনিকা স্কুলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশায় ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান মুন্না। এ সময় অটোরিকশাটির চাপায় মাথায় বেশ আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা ছিল না। খবর নেওয়ার চেষ্টা করছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page